ঢাকাঃ ঘুড়ি তৈরি, নাটাই-সুতা প্রস্তুত করাসহ আরও নানা আয়োজন শুরু হয়েছিল সকাল থেকেই। দুপুরের পরেই নাটাই-ঘুড়ি হাতে ঘড়ের বাহিরে পুরণো ঢাকার ছেলে-বুড়ো সবাই। লোকে লোকারণ্য হয়ে ওঠে বাড়ির ছাদ, আকাশ ঢেকে যায় রঙ-বেরঙের ঘুড়িতে।
আকাশে উড়াল দেয়া সেসব ঘুড়ির কতই না রূপ! কোনোটা পাখির আদলে তো কোনওটা মুখোশের মতো বিশাল। আছে কোভিড ১৯ ঘুড়িও।
বৃহস্পতিবার সাকরাইন উৎসবে পুরান ঢাকার আকাশে উড়েছিল এমন নানান রংয়ের ঘুড়ি। সাকরাইন উৎসবের উদ্বোধন শেষে ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ‘আমাদের লক্ষ্য ঢাকার ঐতিহ্যকে লালন করা, সংরক্ষণ করা এবং তা পালন করা। সেই লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এখন থেকে প্রত্যেক বছর এই উৎসবের আয়োজন করবে। এর মাধ্যমে আমরা ঢাকার সংস্কৃতিকে বিশ্বব্যাপী তুলে ধরতে পারব। মেয়র বলেন, এই উৎসব ঢাকাব্যাপী ছড়িয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি।
মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ‘করোনা আমাদের গত মার্চ থেকে অনেক ক্ষতি করেছে। তার মধ্যেও যে আমরা উৎসব করতে জানি, আনন্দ করতে জানি; তা সাকরাইন উৎসবের মাধ্যমে আমরা বিশ্বব্যাপী জানাতে চাই।
সাকরাইন উৎসবকে কেন্দ্র করে সন্ধ্যায় অন্যরূপ দেখা যায় পুরণো ঢাকায়। বেশিরভাগ ছাদেই ছিল ডিজে পার্টির আয়োজন। সেই সাথে লেজার শো ও আতশবাজি তৈরী করেছে বাড়তি উম্মাদনা ।
মীর ইতেফাক উদ্দিন, ঢা. প্র/ইউবি টাইমস