দ্বিতীয়বারের মত অভিশংসিত হলেন ডোনাল্ড ট্রাম্প

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মত অভিশংসিত হলেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিনিধি পরিষদের পর সিনেটেও তা পাস হবে আশা করছেন নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। তবে এর ফলে এখনই ক্ষমতা হারাতে হচ্ছে না বিদায়ী এ মার্কিন প্রেসিডেন্টকে।

বুধবার দেশটির প্রতিনিধি পরিষদে অনুষ্ঠিত এক ভোটাভুটিতে অভিশংসন প্রস্তাব পাসের পক্ষে ২৩২টি এবং বিপক্ষে ১৯৭টি ভোট পড়ে। এতে ডেমোক্র্যাটদের পাশাপাশি ট্রাম্পের বিরুদ্ধে ভোট দেন তার দল রিপাবলিকান পার্টির  ১০ সদস্য। গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে সহিংসতা উস্কে দেয়ার দায়ে তাঁকে অভিশংসিত করা হলো। এক টুইটবার্তায় ট্রাম্পের জবাবদিহিতার কার্যক্রম কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটেও পাস হবে বলে প্রত্যাশা করেন নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। সংবিধান মেনে যুক্তরাষ্ট্রের অন্য গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর মতো ট্রাম্পের অভিশংসন প্রস্তাবটিও দেখা হবে বলে মনে করেন তিনি।

এদিকে, হোয়াইট হাউসের টুইটার অ্যাকাউন্টে পাঁচ মিনিটের ভিডিও বার্তায়- দেশে সহিংসতা, আইন লঙ্ঘন ও ধ্বংসযজ্ঞের কোনো স্থান নেই বলে হুঁশিয়ার করেন ট্রাম্প। সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি। তবে অভিশংসনের বিষয়ে কিছু বলেননি ট্রাম্প। অবশ্য প্রস্তাব অনুমোদন হলেও মেয়াদ থাকতে ট্রাম্পকে বিদায় নিতে হচ্ছে না। তবে এ অভিশংসনের মাধ্যমে ক্ষমতা ছাড়ার পরও ট্রাম্পের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া চালিয়ে নেয়া যাবে।

নিউজ ডেস্ক/ইউবি টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »