নিউজ ডেস্ক: ইথিওপিয়ার পশ্চিমাঞ্চলে সুদান সীমান্তে নৃশংস হত্যাকাণ্ডে শিশুসহ অন্তত ৮০ জন নিহত হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার ভোর পাঁচটা থেকে সকাল সাতটার মধ্যে সীমান্তবর্তী বেনিশাংগুল গুমুজ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহতদের সকলে দুই থেকে ৪৫ বছর বয়সী বলে জানিয়েছে দেশটির মানবাধিকার কমিশনের মুখপাত্র অ্যারোন মাশো। তাদের বেশিরভাগকে ধারলো অস্ত্রের সাহায্যে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। তবে হত্যার দায় এখনো স্বীকার করেনি কেউ।
ইথিওপিয়ার সাম্প্রতিক সংঘর্ষে এ অঞ্চলে ব্যাপক প্রাণহানি ও বাস্তুচ্যুতের ঘটনা ঘটেছে। জাতিগত দাঙ্গায় গেল ২৩ ডিসেম্বর সেখানে ২০৭ জন প্রাণ হারায়।
নিউজ ডেস্ক/ইউবি টাইমস