ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, দুর্নীতি লুটপাট করতেই দুই ডলারের করোনার টিকা ভারত থেকে পাঁচ ডলারে কেনা হচ্ছে।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ঢাকা মহানগর বিএনপি। এতে বিএনপির মহাসচিব বলেন, গত ১২ বছর ধরে জিয়া পরিবারকে রাজনীতি থেকে দুরে সরিয়ে রাখার ষড়যন্ত্রের অংশ হিসেবেই তারেক রহমানের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অবিলম্বে গ্রেপ্তারি পরোয়ানা ও মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, গণ বিরোধী সরকার বিচার বিভাগসহ সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। অত্যাচার-নির্যাতনের মাধ্যমে গণতন্ত্রকে হত্যার ষড়যন্ত্র করছে। বলেন, মিথ্যা মামলা হুলিয়া দিয়ে গনতান্ত্রিক আন্দোলনকে দমন করা যাবে না। সরকারকে অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান জানান বিএনপির মহাসচিব।
ঢা. প্র/ইউবি টাইমস