নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে উত্থাপিত অভিশংসন প্রস্তাবের ওপর মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে ভোটভুটি হবে বুধবার। ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন আইনসভা ক্যাপিটল ভবনে হামলায় উস্কানির অভিযোগে অভিশংসন প্রস্তাব আনা হয়েছে।
ট্রাম্প হলেন যুক্তরাষ্ট্রের প্রথম কোন প্রেসিডেন্ট যিনি দুইবার অভিশংসনের মুখে পড়লেন। ইতিমধ্যেই মিচ ম্যাককনেলসহ পাঁচজন রিপাবলিকান নেতা ট্রাম্পের বিপক্ষে ভোট দিতে রাজী হয়েছেন। ডেমোক্রেট সংখ্যাগরিষ্ঠ পরিষদে প্রস্তাবটি পাস হলে তা সিনেটে যাবে। সেখানে প্রয়োজন হবে দুই-তৃতীয়াংশের সমর্থন।
এরআগে, ট্রাম্পকে অপসারণে সংবিধানের ২৫তম সংশোধনী কার্যকর করতে অস্বীকৃতি জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। এ ব্যাপারে নিন্মকক্ষের স্পিকার ন্যান্সি পেলোজির প্রস্তাব মঙ্গলবার নাকচ করে দেন পেন্স। তবে প্রতিনিধি পরিষদে ট্রাম্প এবারও অভিশংসিত হলে সিনেটে বিষয়টি ১৯ জানুয়ারির আগে উঠবে না। সেক্ষেত্রে সিনেটে অভিশংসন শুনানি বাইডেনের ক্ষমতা গ্রহণের পর প্রথম সপ্তাহে হবে।
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পকে তখন হয়তো পাওয়া যাবে না কিন্তু ২০২৪ সালে তাঁর আবার প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়াটা ঠেকানো যাবে। এদিকে, স্থায়ীভাবে টুইটার অ্যাকাউন্ট স্থগিতের পর নীতিমালা ভঙ্গের দায়ে ট্রাম্পের ইউটিউব চ্যানেল স্থগিত করেছে কর্তৃপক্ষ।
নিউজ ডেস্ক/ইউবি টাইমস