স্পোর্টস ডেস্ক: চলতি মৌসুমে প্রথমবার ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। কাল বার্নলির মাঠে ১-০ গোলে জয় নিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুলকে টপকে গেছে ওলে গুনার সুলশারের দল।
ম্যাচের শুরুতেই আক্রমনে থাকে ম্যানইউ। কিন্তু একের পর এক আক্রমনে মিলছিলো না জালের দেখা। স্বাগতিকরাও পাল্টা আক্রমনে লড়াই জমিয়ে তোলে। ৩৬ মিনিটে ম্যানইউর ম্যাগুইয়ার হেডে বল জালে পাঠালে রেফারি ফাউলের বাঁশি বাজান। লাফিয়ে হেড নেয়ার সময় প্রতিপক্ষের ডিফেন্ডারের পিঠে হাঁটু দিয়ে আঘাত করেছিলেন ইংলিশ সেন্টার ব্যাক। ব্রুনো, মার্শিয়াল, কাভানি, পগবাদের ব্যর্থতায় প্রথমার্ধ গোলশূন্য কাটিয়ে পয়েন্ট হারানোর শংকায় থাকে ম্যানইউ।
খেলার ৭১ মিনিটে পগবা গোল করে স্বস্তিতে ভাসান অতিথি শিবির। ডান দিক থেকে রাশফোর্ডের ডি-বক্সে ফেলা ক্রসে দারুণ ভলিতে ঠিকানা খুঁজে নেন ফরাসি মিডফিল্ডার। শেষ দিকে সমতায় ফেরার ভালো দুটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি গত মৌসুমে ম্যানইউর মাঠ থেকে ২-০’তে জয় নিয়ে ফেরা বার্নলি। ১৭ খেলায় টানা তিন জয়ে ৩৬ পয়েন্ট নিয়ে লিভারপুলকে তিন পয়েন্ট দূরে রেখে লিগ শীর্ষে ম্যানইউ।
স্পোর্টস ডেস্ক/ইউবি টাইমস