নিউজ ডেস্ক: ১৬ জানুয়ারি থেকে ভারতে টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মঙ্গলবার ভারতের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে এক ভার্চুয়াল মিটিংয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, আগামী শনিবার শুরু হতে যাওয়া এ টিকাদান কর্মসূচি হবে বিশ্বের সবচে’ বড় কার্যক্রম। সারাদেশে মোট তিন কোটি স্বাস্থ্যকর্মীকে বিনামূল্যে টিকা দেয়া হবে বলে জানান তিনি। এছাড়া, টিকা নেয়ার পর যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, সেজন্যও সরকারের প্রস্তুতি রয়েছে উল্লেখ করেন মোদী।
ভারতের সেরাম ইনস্টিটিউট ভ্যাকসিন উৎপাদন করবে অক্সফোর্ডের সাথে যুক্ত হয়ে। এছাড়া ভারতে বেশ কয়েকটি প্রতিষ্ঠান ভ্যাকসিন উৎপাদন ও গবেষণা নিয়ে কাজ করছে।
নিউজ ডেস্ক/ইউবি টাইমস