নিউজ ডেস্ক: টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। প্রথম করোনা টিকা নেয়ার ২০ দিন পর সোমবার দ্বিতীয় ডোজ নিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্ট হিসেবে ২০ জানুয়ারি শপথ নিতে প্রস্তুত বলেও জানান তিনি।
জো বাইডেন (৭৮) গত ২১ ডিসেম্বর ডেলাওয়ারের ক্রিস্টিয়ানা হাসপাতালে টিকার প্রথম ডোজ নেন। সে সময় জনগণকে আশ্বস্ত করে তিনি বলেছিলেন, টিকা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। টিকার ব্যাপারে জনগণের আস্থা সৃষ্টির জন্য ওই সময় তাঁর টিকা নেওয়ার দৃশ্য টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।
এদিকে, যুক্তরাজ্যে টিকাদান কর্মসূচি শুরু হলেও সংক্রমণ রোধে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে না বেরুনোর আহ্বান জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।
নিউজ ডেস্ক/ইউবি টাইমস