চরফ্যাসন, ভোলা: হুইল চেয়ার না থাকায় চলাচলে বেশ কষ্ট হচ্ছিল চরফ্যাশন রসুলপুর ইউনিয়নের শারীরিক প্রতিবন্ধী মোতালেবের। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি হুইল চেয়ার চেয়ে পোস্ট দেন মোতালেব।
মোতালেবের এই মানবিক সহায়তা চেয়ে দেয়া ফেসবুক পোস্টটি নজরে আসে সাবেক উপমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের।দ্রুত সময়ের মধ্যেই এ ব্যাপারে ব্যবস্থা নেন স্থানীয় এই জনপ্রতিনিধি। রসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসান মিন্টুর মাধ্যমে মোতালেবকে হুইল চেয়ার পাঠান তিনি।
গেল রবিবার (১০ জানুয়ারি) প্রতিবন্ধী মোতালেবকে হুইল চেয়ারটি পৌছে দেয়া হয়। হুইল চেয়ার পেয়ে প্রতিবন্ধী মোতালেবের খুশীর অন্ত নেই। অনুভূতি জানাতে গিয়ে ইউরোবাংলা টাইমসকে বলেন, মনে হচ্ছে আমি যেনো আবার হাটতে পারবে। চলাচলে অন্যের ওপর আর নির্ভর করতে হবেনা।
তার পরিবারের সদস্যরাও কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া করেন সংসদ সদস্য আবদুল্লাহ আল জ্যাকবের জন্য।
জামাল মোল্লা/ইউবি টাইমস