ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের টপ টু বটম যে আকন্ঠ দুর্নীতিতে নিমজ্জিত, তা ঢাকা দক্ষিণের বর্তমান ও সাবেক মেয়র এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ছোট ভাইয়ের বক্তব্যেই ফুটে উঠেছে।
নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, সারাদেশে পৌর নির্বাচনে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চলছে। নির্বাচনী অফিস ভাংচুর করা হচ্ছে। প্রচারনায় বাধা দেয়া হচ্ছে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯ জানুয়ারি দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে নানা কর্মসুচি পালন করবে বিএনপি। কর্মসুচির মধ্যে রয়েছে ১৯ জানুয়ারি সকাল এগারোটায় শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে পুষ্প স্তবক অর্পন, দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, ভার্চুয়াল আলোচনা সভা, দৈনিক সংবাদপত্রে ক্রোড়পত্র প্রকাশ, ফ্রি মেডিকেল ক্যাম্প সহ নানা কর্মসুচি।
ঢা.প্র/ইউবি টাইমস