শেষ হলো প্রিয়াঙ্কার ‘টেক্সট ফর ইউ’র শুটিং

নিউজ ডেস্ক: বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এখন যুক্তরাজ্যের লন্ডনে। সম্প্রতি তিনি ‘টেক্সট ফর ইউ’ শিরোনামে একটি রোমান্টিক হলিউড সিনেমার শুটিং শেষ করেছেন। সিনেমাটি জিম স্ট্রোজের রচনা ও পরিচালনায় সোফি ক্রেমারের উপন্যাস অবলম্বনে জার্মান ভাষার ‘এসএমএস ফুর ডিচ’-এর রিমেক।

সিনেমাটির শুটিং শেষ হওয়ার খবর ইনস্টাগ্রামে জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। একটি ছবি শেয়ার করেছেন তিনি, সেখানে তাঁকে চিত্রনাট্য হাতে দেখা যাচ্ছে। চুল বাঁধা অবস্থায় হাস্যোজ্জ্বল প্রিয়াঙ্কাকে দারুণ লাগছে।

প্রিয়াঙ্কা কড়া লকডাউন ব্যবস্থা সত্ত্বেও সিনেমার শূটিং শেষ করার জন্য ছবির অভিনেতা এবং ক্রুদের ধন্যবাদ জানান।

ছবিতে তিনি ক্যাপশন দিয়েছেন, “অভিনন্দন এবং ক্রুদের জন্য ধন্যবাদ, দেখা হবে সিনেমায়”

নিউজ ডেস্ক/ইউবি টাইমস

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »