জামাল মোল্লা, চরফ্যাসন ( ভোলা): এরশাদ আলী (৫২) নামে একজন প্রধান শিক্ষক সড়ক দূর্ঘটনায় আজ ১১ জানুয়ারী দুপুরে চরফ্যাসন শশীভূষণ সড়কে ট্রাকচাপায় প্রধান শিক্ষক প্রান হারান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
নিহত এরশাদ আলী দক্ষিণ মাদ্রাজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দক্ষিণ মাদ্রাজ গ্রামের মৃত হাসেম মাঝির ছেলে। এ ঘটনায় মনির, ফাতেমা ও তানিয়া নামের ৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্য মনির ও তানিয়ার বাড়ী উপজেলার জাহানপুর ইউনিয়নে অপর আহত ফাতেমার বাড়ী ভোলা সদরে বলে হাসপাতাল সূত্র জানা গেছে। আহত মনিরের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান,প্রধান শিক্ষক এরশাদ আলী সহ আহত ৩ জনই অটোবোরাকের যাত্রী ছিল। হঠাৎ করে চরফ্যাসন থেকে দ্রুতগামী ট্রাক অটোবোরাক কে চাপা দিলে ঘটনাস্থলে এরশাদ আলী মারা যায়। চরফ্যাসন শশীভূঘণ সড়কের কাশেমগঞ্জ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে ।
চরফ্যাসন থানার ওসি মো, মনির হোসেন মিয়া জানান, আহতদের চরফ্যাসন ও বরিশালে চিকিৎসা দেয়া হচ্ছে।লাশ উদ্ধার করা হয়েছে।এদিকে প্রধান শিক্ষক এরশাদ আলীর পরিবারে চলছে শোকের মাতম।