চরফ্যাশনে খাদিজা নাসরিন হত্যা মামলার আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

মোঃ তরিকুল ইসলাম,চরফ্যাশন(ভোলা) প্রতিনিধিঃ চরফ্যাশন সরকারি কলেজের অফিস সহকারী পৌরসভার ১নং ওয়ার্ডের খাদিজা নাছরিন হত্যা মামলার আসামীদের অবিলন্বে গ্রেপ্তারের দাবিতে চরফ্যাশন শহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১১জানুয়ারী বেলা ১১টায় বিভিন্ন  সংগঠনের ব্যানারে   সদর রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক–কর্মচারি শিক্ষিকা, শিক্ষার্থী  বাজারের ব্যবসায়ীসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চরফ্যাশন উপজেলা জলবায়ু ফোরাম ও ভোলা জেলা (দক্ষিণ)নাগরিক ফোরামের সভাপতি এম আবু সিদ্দিক সভাপতিত্বে  বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর আকতারুল আলম সামু, কোস্ট ট্রাস্টের ভোলা জেলার সহকারি পরিচালক রাশিদা বেগম,চরফ্যাশন সাংবাদিক কল্যান তহবিলের আহবায়ক ইয়াসিন আরাফাত,সদস্য সচিব এম আমির হোসেন, ভোলা জেলা নাগরিক ফোরাম (দক্ষিণ) সম্পাদক প্রভাষক ইয়াহ হিয়া ইসলাম মনির,নারী নেত্রী মাহমুদা খানম মিলি, চরফ্যাশন উপজেলা জলবায়ু ফোরামের সাধারন সম্পাদক স্কুল শিক্ষিকা শামসুন্নাহার স্নিগ্ধা,মনির আসলামি ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশের কো-অডিনেটর তরিকুল ইসলাম, নিততের চাচা নাছির উদ্দিন খোকন৷

বক্তারা বলেন,খাদিজা নাসরিনকে শ্বাসরোধ করে  হত্যার ৫৩ দিনেও চরফ্যাশনে আইন শৃঙ্খলা বাহিনীর গাফলতির কারণেই প্রধান আসামী কামাল হোসেনসহ তার পরিবারের অন্যান্যদের পুলিশ গ্রেপ্তারে ব্যর্থ হয়েছে। আগামি সাতদিনের মধ্যে আসামীদের অবিলন্বে  গ্রেপ্তার করা না হলে আরও কঠোর আন্দলোনের ঘোষণা দেয়া হয় মানববন্ধন কর্মসূচি থেকে।

গত ২১ নভেম্বর চরফ্যাশন সরকারী হাসপাতালে খাদিজা নাছরিন একটি নবজাতক শিশুর জন্ম দেয়ার পরদিন ২২ নভেম্বর দুপুরে স্বামী কামাল হোসেন কালিয়াকান্দী  বাড়িতে খাদিজাকে নিয়ে যাওয়া হয়। ঐ রাতে স্বামী কামাল হোসেনের বেডরুমে ফ্যানের সঙ্গে  ঝুলন্ত  খাদিজারমরদেহ উদ্ধার করে চরফ্যাশন থানা পুলিশ।এই ঘটনার পর অপমৃত্যু মামলা হলে দের মাস পরে ময়না তদন্তের প্রতিবেদনে আসে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে৷এরপর ১লা জানুয়ারি নিহতের ভাই সাইফুল ইসলাম রুবেল বাদি হয়ে ঘাতক কামাল হোসেনসহ তার পরিবারের ৬জনকে আসামী করে চরফ্যাশন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ পর্যন্ত কোন আসামী গ্রেফতার হয়নি ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »