ঢাকা প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতাকে যারা ব্যর্থ করতে চেয়েছিলো, তারাই আজ ব্যর্থ। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আওয়ামী লীগ আয়োজিত আলোচনায় ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী ৭৫ পরবর্তি সময়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির ষড়যন্ত্রে আক্ষেপ প্রকাশ করেন। স্মৃতিচারণে তুলে ধরেন মুক্তির পর পরিবারের আগে জনগনের প্রতি বঙ্গবন্ধুর ভালোবাসার কথা।
বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। বলেন, বঙ্গবন্ধুর দেয়া বাকশাল ব্যবস্থা গণমূখী করতে পারলে দেশ বহু আগেই ক্ষুধা ও দারিদ্রমুক্ত হতো।
করোনার ভ্যাকসিন শীঘ্রই হাতে আসবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ ব্যাপারে সরকার যথেষ্ট আন্তরিক। তবে, সুস্থ ও নিরাপদ থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
ঢা. প্র/ইউবি টাইমস