শতভাগ বিদ্যুতায়নে আলোকিত ভোলা

সাব্বির আলম বাবু,ভোলাঃ আলোর ফেরিওয়ালা পৌঁছেছে উপকূলীয় জেলা ভোলার প্রতিটি ঘরে ঘরে। দেশের বৃহত্তর এ দ্বীপটির শহর থেকে প্রত্যন্তঞ্চলের ছোট্ট কুড়েঘরেও রাতের আঁধার ভেদ করে এখন জ্বলছে বৈদ্যুতিক বাতি। এমন সুখবর জানালো, ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি। জেলায় ১৩শ’ ৯২ কোটি টাকা ব্যয়ে শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হয়েছে। বিদ্যুতের সুফল ভোগ করছে ৪১৭টি গ্রামের ৩ লাখ ৪৫ হাজার ৫০৫টি পরিবার। এর জন্য লাইন স্থাপন করা হয়েছে ৮ হাজার ৭০০ কিলোমিটার।

গত ৩১ আগষ্ট জেলায় শতভাগ বিদ্যুতায়নের কার্যক্রম সম্পন্ন করা হয়। ফলে গ্রামে থেকেই মানুষ এখন শহরের সুযোগ সুবিধা ভোগ করছে। কমে আসছে গ্রাম ও শহরের পার্থক্য। বর্তমানে শতভাগ বিদ্যুতের জেলা হিসাবে ভোলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। জেলা পল্লী বিদ্যুৎ সমিতি এ তথ্য নিশ্চিত করেছে। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা জানান, মোট বিদ্যুতায়নের মধ্যে সদর উপজেলার ১২৩টি গ্রামে ২৪৪ কোটি টাকা ব্যয়ে ১ হাজার ৫২৫ কিলোমিটার লাইন দেয়া হয়েছে। যার সুফল ভোগ করছে ৬৯ হাজার ৯৪২ টি পরিবার। দৌলতখান উপজেলায় ২৭টি গ্রামে ১৩৫ কোটি টাকা ব্যয়ে লাইন প্রদান করা হয়েছে ৮৪২ কিলোমিটার। এখানে উপকার পাচ্ছে ৪০ হাজার ৮৩৫ পরিবার। বোরহানউদ্দিনে ৫২টি গ্রামে ২২৫ কোটি টাকায় ১৪’শ ৬ কিলোমিটার লাইনের মাধ্যমে বিদ্যুৎ পাচ্ছে ৪৮ হাজার ৪৯২টি পরিবার। একইভাবে তজুমদ্দিনে ৬২টি গ্রামে ১১০ কোটি টাকা ব্যয়ে ৬৯০ কিলোমিটার লাইন দেয়া হয়েছে। যার সুফল পাচ্ছে ২৬ হাজার ৬৫৫টি পরিবার। লালমোহনে ২৮৩ কোটি টাকায় ৭৮টি গ্রামে ১৭’শ ৭০ কিলোমিটার লাইনের মাধ্যমে ৭৪ হাজার ৯৭১টি পরিবার বিদ্যুৎ পাচ্ছে। এছাড়া চরফ্যাসনে ৭৫টি গ্রামে ৮৪ হাজার ৬১০ টি সংযোগ দেয়া হয়েছে ৩৯৫ কোটি টাকা ব্যয়ে।এ উপজেলায় লাইন স্থাপন করা হয়েছে ২৪ হাজার ৬৭ কিলোমিটার।

পল্লী বিদ্যূৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) আবুল বাশার আযাদ এ প্রতিবেদককে জানান, জেলায় পল্লী বিদ্যুৎ সমিতির নিরলস পরিশ্রমে শতভাগ বিদ্যুতায়ন সমাপ্ত হয়েছে। যা এখন আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় আছে। এছাড়া জেলায় মোট ৯টি বিদ্যুৎ উপকেন্দ্র রয়েছে। যার মধ্যে সদরে ৪০ এমভিএ ক্ষমতা সম্পন্ন ৩টি, বোরহানউদ্দিনে ১৫ এমভিএ ১টি, লালমোহনে ৩০ এমভিএ ২টি ও চরফ্যাসনে ৪৫ এমভিএ’র ৪টি উপকেন্দ্র রয়েছে। তিনি আরো বলেন, গ্রীড লাইনের বাইরে জেলায় জনবসতিপূর্ণ ১৬টি দুর্গম চর রয়েছে। সাবমেরিন ক্যাবলের মাধ্যমে নদীর তলদেশের ৩ থেকে ৪ ফিট নিচ দিয়ে অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় এসব চরে বিদ্যুতায়নের কাজ চলছে। এসব চরের মধ্যে ভোলা সদরের ভবানীপুর, মেদুয়া ও কাচিয়া চর। তজুমোদ্দিনের মলংচরা, সোনাপুর, চর জহিরউদ্দিন, চর মোজাম্মেল ও চর আব্দুল্লা। চরফ্যাসনের চর কুকরী-মুকরী ও মুজিবনগর। এছাড়া পটুয়াখালীর চর মমতাজ, চর বোরহান, চর বিশ্বাস, চর কাজল, চর হাদি ও লক্ষীপুরের সোনার চরসহ মোট ১৬টি চরে ডিসেম্বরের মধ্যে বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করা হবে। এদিকে জেলায় শতভাগ বিদ্যুতায়নের খবরে আনন্দ প্রকাশ করেছে স্থানীয়রা। অন্ধকারের অভিশাপ থেকে মুক্ত হয়ে আলোর পথে যাত্রায় মানুষের জীবন মানের উন্নয়নসহ জীবন যাত্রার সার্বিক ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করেন তারা।

ভোলার সাংবাদিক এইচ. এম এরশাদ মনে করছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ দেয়ার উদ্যোগ গ্রহণের ফলেই আজকে ভোলার প্রত্যন্ত জনপদ আলোকিত হয়েছে। প্রধানমন্ত্রী যদি তার একান্ত উদ্যোগ না নিতেন তাহলে আজো অন্ধকারে থাকতে হতো এ ভোলা। শতভাগ বিদ্যূতায়নের ফলে মানুষের কর্মসংস্থান বৃদ্ধিসহ যাপিত জীবনে ইতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করেন তিনি।

সচেতন মহল জানান, প্রত্যন্ত এলাকায় ব্যাপক বিদ্যুতায়নের ফলে লেখা-পড়ার মান পূর্বের চেয়ে অনেক বেড়েছে। একসময় কেরোসিন কিনে চেরাগ বা হ্যারিকেন জ্বালিয়ে শিক্ষার্থীদের পড়া-লেখা করতে হতো। যা অনেকের পক্ষেই সম্ভব হতোনা। এখন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা থাকায় রাত জেগে শিক্ষার্থীরা লেখা পড়া করতে পারছে। পাশাপাশি ইন্টারনেটের মাধ্যমে বিশ্বকে হাতের মুঠোয় পাচ্ছে তারা।

বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন এ প্রতিবেদককে জানান, বিদ্যুৎ থাকার ফলে অনেক রাত পর্যন্ত বাজারে লোকজন থাকে। গ্রামীণ অর্থনীতিও উন্নত ও সমৃদ্ধ হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »