ঢাকায় এসেছে ওয়েস্ট ইন্ডিজ; ২০ জানুয়ারি প্রথম ওয়ানডে

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের সঙ্গে দুটি  টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল এখন ঢাকায়। তারকা ক্রিকেটারদের ছাড়া সফরে আসা ক্যারিবিয়ান দলটি রবিবার (১০ জানুয়ারি) বিমানবন্দরে পা রেখে তিন দিনের কোয়ারেন্টিনে চলে যায়।

হোটেল সোনারগাঁওয়ে বাধ্যতামূলক তিন দিন জৈব সুরক্ষা বলয়ে থাকার পর অনুশীলনে নামার সুযোগ পাবে সফরকারী দল। সেখানেও করোনা প্রটোকল মেনে প্রথম চার দিন নিজেদের অনুশীলন করতে হবে। অস্টম দিন থেকে মিলবে স্থানীয় নেট বোলার। আপাতত তিন দফায় করোনা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে দলটিকে।

টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার ও ওয়ানডে অধিনায়ক কায়রন পোলার্ডসহ প্রথম সারির দশ ক্রিকেটার সফরে আসেননি। ব্যক্তিগত কারণে নেই আরো দুই জন। করোনায় আক্রান্ত হয়ে ছিটকে গেছেন ওয়ানডে দলে থাকা রোমারিও শেফার্ড।

এদিকে সিরিজে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশও। প্রথমদিন অনুশীলনে টাইগাররা। দুই দফা করোনা টেস্টে নেগেটিভ হলে কয়েকদিনের মধ্যেই অনুশীলনে যোগ দিতে পারবেন টাইগারদের ব্যাটিং কোচ জন লুইস, জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ২০ ও ২২ জানুয়ারি মিরপুরে। এর আগে ১৮ জানুয়ারি দলটি বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ খেলবে। তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৫ জানুয়ারি।

এই সিরিজ দিয়ে আইসিসি ওয়ানডে লিগে অভিষেক হবে বাংলাদেশের। একই মাঠে ৩ ফেব্রুয়ারি প্রথম টেস্ট শুরুর আগে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ২৮ থেকে ৩১ জানুয়ারি চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। মিরপুরে ১১ ফ্রেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

স্পোর্টস ডেস্ক/ইউবি টাইমস

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »