নিজস্ব প্রতিনিধিঃ ভোলার লালমোহনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ জানুয়ারি ২০২১ ইং রবিবার আছরবাদ বাংলাদেশ আওয়ামীলীগ লালমোহন উপজেলা ও পৌরসভা সকল সহযোগী অঙ্গসংগঠন এর উদ্যোগে এক বর্নাঢ্য র্যলী বের করা হয়। র্যালীটি লালমোহন উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে চৌরাস্তার মোড়ে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় টেলিকনফারেন্স এ প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন। তিনি বলেন ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আমাদের বিজয় অর্জন করলেও প্রকৃত বিজয় থেকে যায় বাঙ্গালীর অবিসংবাদিত নেতা ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে না থাকায়। আজকের এই দিনে সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি পাকিস্তান থেকে লন্ডন যান এরপর দিল্লী হয়ে ঢাকায় ফেরেন আজকের এই দিনে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে স্বাধীনতাযুদ্ধের বিজয়ের পূর্ণতা পরিপূর্ণ হয়।
র্যা লী ও আলোচনা সভায় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহেমেদ, লালমোহন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফকরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্মআহবায়ক মঞ্জু তালুকদার, আনম শাহজামাল দুলাল, পৌরসভা যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের, সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মনির হাওলাদার, ছাবিনা ইয়াসমিনসহ আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।