ইতালীতে হালাল বাজার মাচেল্লেরিয়া পেস্পেরিয়া’র শুভ উদ্বোধন

মেহেনাস তাব্বাসুম শেলি, ইতালীঃ ইতালীতে বাংলাদেশী সংখ্যাগরিষ্ঠ আবাসিক এলাকা via Prenestina 174/f হালাল বাজার মাচেল্লেরিয়া পেস্পেরিয়া মিনি মার্কেটের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) হালাল বাজার মিনি মার্কেটের উদ্বোধন হয় মিলাদ মাহফিলের মাধ্যমে।  প্রবাসী ব্যবসায়ী রুবেল মোহাম্মদ ও মহসিন সিকদার যৌথভাবে এই মিনিবাজারের উদ্যোক্তা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুবদল ইতালী শাখার সভাপতি মাহমুদুল হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাউসার আহমেদ তাজুল, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইতালী সভাপতি সাইদুর রহমান, কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে লিটন সিকদার, বাবুল সিকদার, মোস্তফা সিকদার, মিলন সিকদার, মামুন শেখ, কালাম সরকার, চান গাজী,আব্দুর রহিম, রুবেল হোসেন, রাজীব, জনি, আনোয়ার হোসেন। এছাড়াও কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক প্রবাসী অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন।

অনুষ্ঠানে হালাল বাজারের সত্বধিকারী রুবেল মোহাম্মদ ও মহসিন সিকদার কমিউনিটির সহযোগিতা কামনা করে বলেন, শুধু ব্যবসায়িক উদ্দেশ্যেই নয়, প্রবাসী বাংলাদেশীদের সেবা প্রদানের লক্ষেই এ প্রতিষ্ঠানটি এখানে গড়ে তোলা হয়েছে।

তারা বলেন, এ প্রতিষ্ঠান গড়ে তুলতে পেরে মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি। সেবার মানসিকতা নিয়ে ব্যবসা করবেন বলে জানান। নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কমিউনিটিকে হালাল ব্যবসার মাধ্যমে সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী উপহার দেয়াই তার লক্ষ।

এ সময় অতিথি ও কমিউনিটি নেতারা এরকম হালাল প্রতিষ্ঠান হওয়ায় আনন্দ প্রকাশ করে প্রতিষ্ঠানটির শুভ কামনা করেন।

ইতালি/ইউবি টাইমস

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »