প্রায় অর্ধশত যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ার যাত্রীবাহী বিমান সাগরে বিধ্বস্ত !

আন্তর্জাতিক ডেস্ক থেকে,কবির আহমেদঃ শনিবার সুকর্নো-হাত্তা বিমানবন্দর থেকে বিমানটি যাত্রা করে পশ্চিম কালিমান্তান প্রদেশের রাজধানী পন্টিয়ানাক এর উদ্দেশ্যে যাত্রা করে৷ বোয়িং ৭৩৭-৫০০ মডেলের বিমানটি উড্ডয়নের ৫ মিনিটের মাথায় বিমানবন্দর নিয়ন্ত্রণ কক্ষের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে৷ সে সময় বিমানটি  ১০,০০০ ফুট উচ্চতায় ছিল৷ প্রাথমিক খবরে বলা হয়েছে বিমানটিতে কেবিন ক্রুসহ সর্বমোট ৬২ জন মানুষ ছিলেন।

ইন্দোনেশিয়ার সংবাদ মাধ্যমের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হওয়ার সময় সে এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছিল। Sriwijaya Air জাকার্তা ভিত্তিক একটি ইন্দোনেশিয়ান বিমান সংস্থা। ২০১৮ সালের নভেম্বর মাস থেকে এই নতুন বিমান সংস্থাটি গারুদা ইন্দোনেশিয়া এর তত্ত্বাবধানে সিটিলিঙ্কের আর্থিক ব্যবস্থাপনায় তার কার্যক্রম শুরু করে। বর্তমানে এই এয়ারলাইন্সটি ইন্দোনেশিয়ার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ দ্বারা একটি প্রথম শ্রেণীর এয়ারলাইন্স হিসাবে স্বীকৃতি প্রাপ্ত হয়েছে।

যাত্রীবাহী বিমানটি সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর পরই সংবাদটি নিশ্চিত করে সরকারের মুখপাত্র আদিতা ইরাবতি জানিয়েছেন, এই বিষয়ে তদন্ত চলছে ।  সরকারের অনুসন্ধান কমিটি, উদ্ধারকারী সংস্থা ও জাতীয় যোগাযোগ নিরাপত্তা কমিটি সমন্বয়ের মাধ্যমে কাজ করছে ৷

ইতিপূর্বে সুকর্নো-হাত্তা বিমানবন্দর এর মুখপাত্র হাইরুল আনোয়ার বলেছেন, ল্যানক্যাং দ্বীপের কাছকাছি পৌঁছানোর পর প্লেনটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ৷ এদিকে সমুদ্র থেকে কিছু ভগ্নাংশ উদ্ধারের ছবি প্রচার করা হয়েছে স্থানীয় গণমাধ্যমে ৷ সিএনএন ইন্দোনেশিয়াকে সেখানকার একজন নিরাপত্তাকর্মী কিছু তার ও ধাতব বস্তু খুঁজে পাওয়ার তথ্য জানিয়েছেন বলেও যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা CNN ব্রেকিং নিউজ হিসাবে সম্প্রচার করছে । ধারণা করা হচ্ছে বিমানের আরোহীদের কেহ আর বেঁচে নেই।

ইন্দোনেশিয়ার স্থানীয় সংবাদ মাধ্যম ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বশেষ তথ্য অনুযায়ী জানা গেছে, ইন্দোনেশিয়ার যোগাযোগ মন্ত্রণালয়ের একটি টহল নৌকা সম্ভাব্য ‘দুর্ঘটনাস্থল’ থেকে মানব দেহের কিছু অংশ খুঁজে পেয়েছে বলে স্থানীয় গণমাধ্যম কম্পাস জানান। ইন্দোনেশিয়ার সরকার বিমানের ধ্বংসাবশেষ ও ব্লাকবক্স উদ্ধারের জন্য নৌ বাহিনী সহ সকল রেসক্রিউ সংস্থাকে ঘটনাস্থলে পাঠিয়েছেন বলে স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে।

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »