লন্ডন থেকে,নিজস্ব প্রতিনিধিঃ যুক্তরাজ্যে করোনার সংক্রমণ বৃদ্ধি ও মৃত্যুবরণ অব্যাহত রয়েছে। শুক্রবার ৮ জানুয়ারী যুক্তরাজ্যে করোনা ভাইরাস সনাক্তের পর আজ সর্বোচ্চ একদিনের সর্বোচ্চ সংক্রমণ সনাক্ত এবং একদিনের সর্বোচ্চ সংখ্যক মৃত্যুবরণের রেকর্ড হয়েছে।
যুক্তরাজ্যের পত্রিকা ডেইলি মিরর জানায়, গত এপ্রিল মাসের ২১ তারিখ একদিনের সর্বোচ্চ মৃত্যুবরণ ১,২২৪ জন লিপিবদ্ধ করা হয়েছিল। এদিকে প্রধানমন্ত্রী বরিস জনসন দেশের লকডাউন ফেব্রুয়ারীর মাঝামাঝি পর্যন্ত বর্ধিত করেছেন। তাছাড়াও দেশের করোনা পরিস্থিতির অবনতির জন্য আগামী ২৬ জানুয়ারী থেকে প্রধানমন্ত্রী বরিস জনসনের ভারত সফর বাতিল করা হয়েছে।
যুক্তরাজ্যে এই পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা ২৯,৫৭,৪৭২ জন এবং সর্বমোট মৃত্যুবরণ করেছেন ৭৯,৮৩৩ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন ১৩,৬৪,৮২১ জন। বর্তমানে যুক্তরাজ্যে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ১৫,১২,৮১৮ জন। ক্রিটিক্যাল অবস্থায় আইসিইউতে আছেন ২,৯২৯ জন।