কুমিল্লাঃ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের সমেসপুর গ্রামের রুপিয়া বেগম। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে তিনি হারান তাঁর স্বামীকে।
এর পর জীবন-জীবিকার জন্য এক সময় ভিক্ষুকের কাজ পর্যন্ত করতে হয়েছে। একমুঠো খাবারের জন্য ছুটেছেন মানুষের দ্বারে দ্বারে। রুপিয়া বেগম হয়তো কখনো ভাবেননি তার ঘরে বিদ্যুতের আলো জ্বলবে।
কিন্তু এখন দিন বদলে গেছে রুপিয়া বেগমদেরও। ‘শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ মূল মন্ত্রকে সামনে রেখে মুজিব বর্ষের মধ্যেই প্রতিটি ঘর আলোকিত করতে কাজ করে যাচ্ছ বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপির নির্দেশনায় বিদ্যুৎ সংযোগ পেযেছের রুপিয়া বেগম।
স্থানীয় পল্লী বিদ্যুতের জোনাল অফিস থেকে বিনামূল্যে রুপিয়া বেগমের ঘরে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। তখন তিনি বলেন, ‘আল্লাহ শেখের মাইয়ারে বাছাইয়া রাখুক, তাঁর কারণে আমি আইজ বিনা ট্যায়ায় একটা মিটার পাইছি।’
কুমিল্লা প্রতিনিধি/ইউবি টাইমস/৭.০১.২১