আন্তর্জাতিক ডেস্কঃ ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের কয়েক ঘণ্টার মাথায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনকে অনুমোদন দিয়েছে দেশটির কংগ্রেস। আগামী ২০ জানুয়ারি তাকে শপথ গ্রহণের অনুমতি দেওয়া হয়েছে।
ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে বৃহস্পতিবার সকালে কংগ্রেস অধিবেশন শুরু হওয়ার পর এ অনুমোদন দেন দেশটির আইনপ্রণেতারা। এদিনের অধিবেশনে সভাপতিত্ব করেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। অধিবেশনে বিষয়টি উত্থাপিত হওয়ার পর সিনেট সদস্যরা বাইডেনের বিজয়কে স্বীকৃতি দেন।
এর আগে, বুধবার অধিবেশন শুরুর পরপরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শত শত সমর্থক পার্লামেন্ট ভবন ইউএস ক্যাপিটল-এ ঢুকে পড়ে। এসময় সংঘর্ষে জড়িয়ে পড়ে ট্রাম্প সমর্থকরা। ঘটনায় এক নিরীসহ নিহত হয় চারজন।
এদিকে, ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের এই তাণ্ডবের ঘটনায় রাজধানী ওয়াশিংটন ডিসিতে ১২ ঘণ্টার কারফিউ জারি করা হয়। সূত্র: ভয়েস অব আমেরিকা, সিএনএন।
ইউবি টাইমস/০৭.০১.২১