আন্তর্জাতিক ডেস্কঃ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো প্রকাশ্যে ক্ষমতা হস্তান্তর করার ঘোষণা দিয়েছেন। বলেছেন, আগামী ২০ জানুয়ারি দায়িত্ব ছেড়ে দেবেন তিনি।
বৃহস্পতিবার কংগ্রেস জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে অনুমোদনের পর তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দেন। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন’র প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
নব-নির্বাচিত প্রেসিডেন্ট বাইডেন কংগ্রেসের অনুমোদন পাওয়ার পর এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প বলেন, নির্বাচনের ফলাফলের সঙ্গে আমি সম্পূর্ণ ভিন্নমত পোষণ করলেও আমাকে সরে যেতে হবে। যা কিছুই হোক, আগামী ২০ জানুয়ারি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হবে।
নির্বাচনে জালিয়াতির অভিযোগের পুনরাবৃত্তি করে ট্রাম্প আরও বলেন, আমি সব সময়ই বলে এসেছি, কেবল বৈধ ভোট গণনা করতে সংগ্রাম অব্যাহত থাকবে। প্রেসিডেন্টের ইতিহাসে এটি সবচেয়ে মহান প্রথম মেয়াদ হলেও এটি আমাদের মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইন লড়াইয়ের কেবল শুরু।
ইউবি টাইমস/০৭.০১.২১