আলউলা শহর ঘুরে দেখলেন কাতারের আমির, সাথে ছিলন ক্রাউন প্রিন্স

সৌদি আরব প্রতিনিধিঃ সৌদি আরব এবং কাতার দুই দেশের সম্পর্কের উন্নতির ঘোষণার একদিন পরই সৌদি সফর করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এসময় কাতারের আমিরকে ঐতিহাসিক শহর আলউলার দর্শনীয় স্থান ঘুরে দেখালেন সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

তিন বছর ধরে চলা টানাপোড়েনের পর অবশেষে আবারও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের ঘোষণা দিয়েছে সৌদি আরব ও কাতার। সোমবার কাতার ঘোষণা দেয় যে, সৌদি আরব কাতারের সাথে সম্পর্ক স্থাপনে রাজি হয়েছে  এবং পুনরায় সীমান্ত খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এই দুই দেশ।

এরপরই সোমবার সন্ধ্যায় সীমান্ত খুলে দেয় সৌদি  আরব। এর একদিন পরই উপসাগরীয় দেশগুলোর সংগঠন জিসিসির সম্মেলনে অংশ নিতে সৌদি আরবের ঐতিহাসিক শহর আলউলায় যান কাতারের আমির শেখ তামিম। সম্মেলনে ‘সংহতি ও  স্থিতিশীলতা’চুক্তি সই করে উপসাগরীয় দেশগুলো।

সম্মেলন শেষে শেখ তামিমকে আলউলার ঐতিহাসিক স্থানগুলো ঘুরে দেখান মোহাম্মদ বিন সালমান।

২০১৭ সালের জুনে সন্ত্রাসবাদে সমর্থন ও ইরান-ঘনিষ্ঠতার অভিযোগ তুলে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর কাতারের ওপর অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেন। তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে বরাবরই দাবি করেছে কাতার সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »