নড়িয়া, শরীয়তপুর: শরীয়তপুরের নড়িয়ায় শীতার্ত এক হাজার পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ইতালী আওয়ামী লীগের সহ-সভাপতি ও নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য লিটন মোল্লা ব্যক্তিগত উদ্যোগে কম্বল বিতরণ করেন।
মঙ্গলবার (৫জানুয়ারি) স্থানীয়ভাবে আয়োজিত এক অনুষ্ঠানে এসব পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে মোবাইল ফোনে ঢাকা থেকে যুক্ত হন স্থানীয় সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সাধারণ মানুষের সুখ-দুঃখ নিয়ে ভাবে। বর্তমান সরকার মানুষের জন্য রাজনীতি করে। তাই দলের নেতা-কর্মীরা সব সময় মানুষের পাশে থাকে।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রব খান, স্থানীয় আওয়ামী লীগ নেতা আদিল মুন্সি উপস্থিত ছিলেন।
নড়িয়া/ইউবি টাইমস/৫.০১.২১