মুন্সীগঞ্জ: মুজিব শতবর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে মুন্সীগঞ্জে । মঙ্গলবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় শহরের সুপার মার্কেট এলাকায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
মুন্সীগঞ্জ জেলা পুলিশ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে টুর্নামেন্টের উদ্বোধন করে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস।
পুলিশ সুপার আবদুল মোমেন পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার। এছাড়া স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন।
এবারের টুর্নামেন্টে সরকারি বিভিন্ন দপ্তরের ৩৫ টি দলের পাশাপাশি বেসরকারি ও ব্যক্তিগত ৫১ টি দলসহ মোট ৮৬ টি টিম অংশ নিচ্ছে।
মুন্সিগঞ্জ/ই্উবি টাইমস/৫.০১.২১