ঢাকা: উন্নত বাংলাদেশ বিনির্মাণের জন্য আরো বেশি বিদেশি বিনিয়োগ ত্বরান্বিত করার লক্ষ্যে ঢাকায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (৫ জানুয়ারি) বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা এর কার্যালয়ে এ সমঝোতা স্মারক সই অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে বিডা’র নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশে অবকাঠামোগত উন্নয়নসহ বিনিয়োগ বেড়েছে বহুগুণ। দেশকে এগিয়ে নিতে সরকারি-বেসরকারি সকল সংস্থাকে একযোগে সহযোগিতার ভিত্তিতে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিডার পরিচালক মোঃ শাহ্ আলমের উপস্থাপনায় বিডার নির্বাহী সদস্য মোঃ মোশারফ হোসেন স্বাগত বক্তব্য রাখেন। এ সময় বিডা এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজনেস/ইউবি টাইমস/৫.০১.২১