বাংলাদেশে কমছে করোনা শনাক্ত ও মৃত্যু হার

corona

ঢাকা: বাংলাদেশে ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৪৬২ জনের নমুনা পরীক্ষা করে ৯৯১ জনের শরীরে করোনা সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে বাংলাদেশে এখন পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৯২০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর এর তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় ২০জনসহ এ পর্যন্ত  করোনায় মারা গেছেন ৭ হাজার ৬৭০জন।

এছাড়া এখন পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৪ লাখ ৬২হাজার ৪৫৯ জন।

নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার ৬ দশমিক ৮৫ শতাংশে নেমে এসেছে। এ পর্যন্ত মোট ৩২ লাখ ৮৬ হাজার ৮৮৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে মোট নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার ১৫ দশমিক ৭৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় দেশের ১৮০টি ল্যাবরেটরিতে ১৪ হাজার ৬২৯টি নমুনা সংগ্রহ করা হয়।

ঢা. প্র/ইউবি টাইমস/৫.০১.২১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »