ঢাকা প্রতিনিধিঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সরকার গণদুশমনে পরিনত হয়েছে।
নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।
রিজভী বলেন, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের সংসদ সদস্যরা পালানোর দরজা পাবে না।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাইয়ের বক্তব্যে দেশের আসল চিত্র ফুটে উঠেছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, তার বক্তব্যে প্রমাণ হয়েছে ইসিকে কোলে বসিয়ে কীভাবে সরকার ক্ষমতায় আছে।
রিজভী অভিযোগ করেন, বিএনপির বিরুদ্ধে মনগড়া বক্তব্য দেয়াই হলো আওয়ামী লীগ নেতাদের একমাত্র কর্মসূচী। তিনি বলেন, পুলিশ, আমলাদের বক্তব্য শুনলে মনে হয় দেশে নিরপেক্ষতার বালাই নেই, আছে বাকশাল।
রিজভী জানান, ২০১৪ সালের ৫জানুয়ারির নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে আগামীকাল সারাদেশে কালো ব্যাচ ধারণ ও কালো পতাকা উত্তোলন করবে বিএনপি।
ঢা. প্র/ইবি টাইমস/আরএন/৪.১.২১