আন্তর্জাতিক ডেস্ক থেকে,কবির আহমেদঃ বৃটিশ পত্রিকা ডেইলি মিরর জানায়, এই সপ্তাহটি যুক্তরাজ্যের করোনার সংক্রমণের জন্য খারাপ সপ্তাহ সমূহের মধ্যে অন্যতম একটি। করোনার প্রতিদিনের সংক্রমণ একটানা ৫ দিন যাবত ৫০,০০০ হাজারের উপরে। শুধুমাত্র শনিবার একদিনেই সংক্রমিত সনাক্ত হয়েছেন ৫৭,৭২৫ জন এবং মৃত্যুবরণ করেছেন ৪৪৫ জন। বর্তমানে যুক্তরাজ্য সংক্রমণের দিক দিয়ে বিশ্বে ৬ষ্ঠ স্থানে অবস্থান করছে।যুক্তরাজ্যে এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৫ লক্ষ ৯৯ হাজার ৭৮৯ জন। এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন মোট ৭৪ হাজার ৫৭০ জন।
ডেইলি মিরর আরও জানায়,যুক্তরাজ্যে এই পর্যন্ত বায়োএনটেক ও ফাইজারের করোনার ভ্যাকসিন প্রায় ১০ লাখ ডোজ প্রদান করা হয়েছে। আগামী সোমবার থেকে সমগ্র যুক্তরাজ্যের অ্যাস্ট্রাজেনেকা- অক্সফোর্ডের ভ্যাকসিন প্রদান শুরু করা হবে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকা থেকে করোনাভাইরাস ভ্যাকসিন শনিবার হ্যাওয়ার্ডস হিথের প্রিন্সেস রয়েল হাসপাতাল, ব্রাইটন এবং সাসেক্স বিশ্ববিদ্যালয় হাসপাতাল এনএইচএস ট্রাস্টের অংশ সহ কয়েকটি হাসপাতালে পৌঁছেছে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকা থেকে সদ্য অনুমোদিত করোনভাইরাস ভ্যাকসিনের ব্যাচগুলি জাবের রোলআউটের আগে হাসপাতালে পৌঁছানো শুরু করেছে। ইতিমধ্যেই এই ভ্যাকসিনের প্রায় ৫,৩০,০০০ হাজার ডোজ সমস্ত ইউকে জুড়ে রোল আউটের জন্য প্রস্তুত করা হয়েছে।
ইতিমধ্যে দুর্বল, ঝুঁকিপূর্ণ ও বয়স্ক মানুষকে ভ্যাকসিন প্রদানের জন্য অগ্রাধিকার হিসাবে চিহ্নিত করা হয়েছে। শনিবার সকালে ব্যাচের ডেলিভারি গ্রহণকারী প্রথম হাসপাতালের মধ্যে একটি হ্যাওয়ার্ডস হিথের প্রিন্সেস রয়েল হাসপাতাল, ব্রাইটন এবং সাসেক্স বিশ্ববিদ্যালয় হাসপাতাল এনএইচএস ট্রাস্টের অংশ। ট্রাস্টের চিফ মেডিকেল অফিসার এবং ডেপুটি চিফ এক্সিকিউটিভ ডাঃ জর্জ ফিনড্লে বলেছেন, টিকা কার্যক্রম এনএইচএস কর্মীদের কাজে আরও “আত্মবিশ্বাস” বাড়িয়ে দিবে। যেহেতু অ্যাস্ট্রাজেনেকা-অক্সফোর্ডের ভ্যাকসিনটি স্বাভাবিক ফ্রিজের তাপমাত্রায় রাখা যায় বলে স্বাস্থ্যকর্মীদের কাজ অনেক সহজতর হবে।
যুক্তরাজ্য অ্যাস্ট্রাজেনেকা-অক্সফোর্ডের ১০০ মিলিয়ন অর্থাৎ ১০ কোটি ডোজের অর্ডার দিয়েছেন। এখানে উল্লেখ্য যে,যুক্তরাজ্য বৃটিশ ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যৌথ ভ্যাকসিনের তৃতীয় পরীক্ষা সফল হওয়ার পর গত ৩০ ডিসেম্বর ২০২০ এই ভ্যাকসিনটিকে যুক্তরাজ্যে ব্যবহারের অনুমোদন দেয়। এদিকে শনিবার রাতে শেষ খবরে বলা হয়েছে, যুক্তরাজ্যের বিশিষ্ট চিকিৎসকরা দেশে করোনার সংক্রমণের বিস্তার আরও খারাপ হওয়ার পূর্বাভাস দিয়েছেন।
দক্ষিণ লন্ডনের একজন সিনিয়র আইসিইউর চিকিৎসক ডেইলি মিররকে জানান,গত কয়েক -দিনের সংক্রমণের রেকর্ড সংখ্যক বৃদ্ধির ফলে লন্ডনে কোভিড রোগী দ্বারা পূর্ণ হাসপাতালগুলি তাদের মিডল্যান্ডস বা তার বাইরেও রোগীদের স্থানান্তর করতে বাধ্য হতে পারে। ফ্রন্টলাইন কর্মীরা অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন বা যোগাযোগের পরে নিজেকে বিচ্ছিন্ন করতে বাধ্য হওয়ায় হাসপাতাল সমূহে লোকজনের স্বল্পতা দেখা দিয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন যুক্তরাজ্য বা বৃটেনে ব্যাপক ভ্যাকসিন প্রদান শুরু হলেও আগামী কয়েক সপ্তাহ করোনার সংক্রমণ ও মৃত্যু প্রথম তরঙ্গের চেয়েও ভয়াবহ হতে পারে।