আধুনিক শিক্ষা চালু করে এগিয়ে চলছে চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসা

চরফ্যাশন , ভোলাঃ ভোলা চরফ্যাশন উপজেলায় গড়ে উঠেছে বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক সময় উপযোগী সৃজনশীল শিক্ষার একমাত্র ভোলা জেলার শ্রেষ্ঠ পুরুষ্কারে প্রাপ্ত প্রতিষ্ঠান চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসা৷

সরোজমিনে দেখা যায়, চরফ্যাশনের প্রাণকেন্দ্র পৌরসভা ৪ নং ওয়ার্ড ভদ্র পড়া এলাকায় রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার দুইটি বহুতল ভবনকে সম্পুর্ন আধুনিক মানের যুগোপযোগী পাঠদানের জন্য প্রস্তুত করা হয়েছে৷ এখানে কোমলমতি শিক্ষার্থীদের জন্য ইংরেজি ও আরবিতে কথপোকথন, বিশুদ্ধ কুরআন শিক্ষা, বিজ্ঞান, আইসিটি, মাল্টিমিডিয়ার ব্যবহার, বিতর্ক প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, শরীরচর্চা, আধুনিক হোস্টেল, ইমারজেন্সি মেডিকেল সেবা সহ নানারকম সুবিধা রয়েছে৷

মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক প্রভাষক কামরুজ্জামান বলেন, বর্তমান যুগে প্রযুক্তির কঠিন চ্যালেঞ্জকে মোকাবেলা করে দেশ, জাতি ও বিশ্বকে নেতৃত্ব দেয়ার পাশা-পাশি ইহজাগতিক কল্যান ও শান্তি এবং পরকালীন মুক্তির জন্য আমাদের মাদরাসার শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই৷ বর্তমানে দেশে সাধারণ শিক্ষায় শিক্ষার্থীদের চেয়ে অনেক ক্ষেত্রে মডেল মাদ্রাসার শিক্ষার্থীরা এগিয়ে রয়েছে।

তিনি আরও বলেন, আপনার সন্তান আপনাদের সম্পদ, জাতির ভবিষ্যৎ। তাই যথার্থ যত্নে আমরা একঝাঁক অভিজ্ঞ শিক্ষক মন্ডলি দ্বারা আমাদের প্রতিষ্ঠানের কোর্স সঠিক সময়ে সমাপ্ত করে থাকি৷ আমরা রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী কিছু মডেল মাদরাসার অভিজ্ঞ পরিচাক ও শিক্ষকদের মতামত, পরামর্শ, অভিপ্রায় নিয়ে সাজিয়েছি আপনার সন্তানের এ কাঙ্খিত শিক্ষা প্রতিষ্ঠান চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল মাদরাসার শিক্ষা কারিকুলাম।

মোঃ তরিকুল ইসলাম/ইউবি টাইমস/আরএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »