অষ্ট্রিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক আমজাদ হোসেনের মৃত্যু; বিভিন্ন মহলের শোক

                                                                                     

নিউজ ডেস্কঃ একজন সংগঠক,সদালাপী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক আমজাদ হোসেন তালুকদার ।তিনি করোনায় আক্রান্ত হয়ে  লন্ডনের কুইন্স হাসপাতালে চিকিৎসাদিন ছিলেন । গতকাল  লন্ডন সময় সকাল ৯টা এবং বাংলাদেশ সময় দুপুর ৩ টায় লন্ডনের কুইন্স হাসপাতালে মৃত্যু বরন করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি  রাজিউন)।

আমাদের স্টাফ রিপোর্টার মাসুক আহমেদ চৌধুরী মুখোমুখি হয়েছিলেন অষ্ট্রিয়া আওয়ামী লীগের  সিনিয়র যুগ্ন সম্পাদক শাহ কামালের সাথে । শাহ কামাল বলেন, আমজাদ হোসেন ছিলেন একজন দক্ষ সংগঠক, ১৯৯০ সালে যখন অষ্ট্রিয়া আওয়ামী লীগ গঠনকল্পে এক সভা হয় ঐ সভায় তাকে যুগ্ন আহ্বায়ক করে একটি আহ্বায়ক কমিটি করা হয় ।

বর্তমান অষ্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম বলেন, ১৯৯২ সালে গাফফার চৌধুরীর উপস্থিতিতে সম্মেলনের মাধ্যমে অষ্ট্রিয়া আওয়ামী লীগ গঠন করা হয় । সেই কমিটিতে সভাপতি হন প্রায়াত বাতেন পালোয়ান এবং সাধারন সম্পাদক হন আমজাদ হোসেন তালুকদার ।

লন্ডন থেকে হাসনাত কবির খান রিপন বলেন, আমজাদ হোসেন তালুকদার ১৯৮৯ সালের ২ মে ভিয়েনা আসেন এবং ২০০৭ সালে তিনি স্থায়ীভাবে বসবাসের জন্য লন্ডন চলে আসেন । তিনি বলেন, আমি যখন ভিয়েনা ছিলাম তখন ওনার সাথে আমার পারিবারিক সম্পর্ক ছিল । তিনি আরও বলেন, লন্ডন আসার পরও ওনার সাথে আমার সব সময় যোগাযোগ হত ।

আমজাদ হোসেন তালুকদারের বাড়ি বাংলাদেশের দোহার থানার সুতার পাড়া । মৃত্যুকালে তিনি স্ত্রী,২ মেয়ে ১ ছেলে এবং বহু গুণগ্রাহী রেখে গেছেন ।

এদিকে আমজাদ হোসেন তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অষ্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম কবির, অষ্ট্রিয়া মুক্তিযোদ্ধা কমান্ডার বায়েজিদ মীর, অষ্ট্রিয়া বঙ্গবন্ধু পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি রবিন মোঃ আলী,যুক্তরাজ্য বি এন পির যুগ্ন  সাধারন সম্পাদক হাসনাত কবির খান রিপন এবং অষ্ট্রিয়া- বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি এবং ইউরো সমাচার পত্রিকার সম্পাদক ও ইউরো বাংলা টাইমসের এডিটর ইন চিফ মাহবুবুর রহমান । সবাই আমজাদ  হোসেন তালুকদারের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »