চরফ্যাশনে চলছে পৌর নির্বাচরের প্রচারণা, সম্ভাব্য প্রার্থীদের শোডাউন

চরফ্যাশন (ভোলা) থেকে,জামাল মোল্লাঃ  আগাম নির্বাচনী প্রচারণা জমে উঠছে চরফ্যাশন পৌর নির্বাচনে, তারই ধারাবাহিকতায় চলছে নির্বাচনী প্রচার- প্রচারণা। শুক্রবার ( ১ জানুয়ারি) বিকাল পাঁচটায় পৌরসভার ফরাজি চৌমুহনী মাঠে এক নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানের মাধ্যমে সাবেক কাউন্সিলর মোস্তাহিদুর রহমান তানভীর এলাকার জনগণের কাছে আগামী নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন

এসময় তিনি উপস্থিত জনগনের উদ্দেশ্য বলেন এর আগেও আপনাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কাউন্সিলর ছিলাম, তখন আপনারা আমাকে ওয়ার্ড পরিচালনা করতে সাহায্য করেছেন, আমার বিশ্বাস এবারো আপনারা আমাকে নির্বাচিত করে এই ওয়ার্ডের সার্বিক সহযোগিতা করবেন।

৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফয়েজ মাস্টারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক স্বপন মিয়া, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এবং ৬ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর কুতুব জাহাঙ্গীর, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মতিন মোল্লা, যুবলীগ নেতা পলাশ মাহমুদ, সংরক্ষিত ৭,৮ এবং ৯ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর জাহানারা বেগম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইউসুফ হোসেন ইমন সহ ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »