পুলিশের ব্যাপক তৎপরাতায় ভিয়েনায় রবিবারের পরিকল্পিত করোনা বিরোধী বিক্ষোভ পণ্ড
ইউরোপ ডেস্কঃ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আজ রবিবার ৩১ শে জানুয়ারী করোনা বিরোধীদের বিক্ষোভটি সরকারের করোনা বিধিনিষেধ লঙ্ঘনের জন্য ব্যাপক পুলিশী বাধার সম্মুখীন হওয়ায় সফল হতে পারে নি। ভিয়েনা পুলিশ প্রশাসন আজকের করোনা বিরোধী বিক্ষোভটির অনুমতি দিলেও করোনার বিধিনিষেধ লঙ্ঘন করলে হস্তক্ষেপের সতর্কতা দিয়েছিলেন। তাই আজ ভিয়েনার বিভিন্ন সড়কে পুলিশ করোনার বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগে অংশগ্রহণকারীদের পরিচয়…