সাভার প্রতিনিধি,মোঃ জীবন হাওলাদার: “ধর্ষণ” এই শব্দটা এখন যেন আমাদের জীবনের প্রতি রাতের দুঃস্বপ্ন। পত্রিকা খুললেই চোখে পরে কিছু নরপিশাচদের দ্বারা সংগঠিত সবচাইতে হিংস্র ও জঘন্য কাজের কথা।
ধর্ষণ বন্ধে অনেকে অনেক মত দিয়ে থাকলেও ছবিঘর একটি ভিন্নধর্মী কার্যক্রম শুরু করেছে। “নারীর প্রতি সহিংসতা হোক প্রতিরোধ”, “ছবিঘর” সাভারের বিভিন্ন স্কুল ঘুরে ঘুরে মেয়েদের শোখাচ্ছে আত্মরক্ষার কৌশল যাতে তারা নিজেরাই নিজেদের সুরক্ষা দিতে পারে। ছোট্ট পরিসরে শুরু করা তাদের এই উদ্যোগ এখন আলো ছড়িয়েছে ২০০০ মেয়ের জীবনে।
শুধু তাই নয় তারা আরো একটি উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছে।কোন মেয়ে যদি শারীরিক ভাবে হেনস্তা, ধর্ষণ অথবা সাইবার বোলিং এর শিকার হয় তবে তারা সরাসরি ছবিঘরের অনলাইন প্ল্যাটফর্ম “নারীর আওয়াজ” এ অভিযোগ জানাতে পারবে।অভিযোগ এর ভিত্তিতে ছবিঘর তাদের আইনি সহায়তা, পরামর্শ পেতে সাহায্য করবে।
এই ব্যাপারে ছবিঘরের প্রতিষ্ঠাতা প্রিন্স ঘোষ বলেন ” আমরা অনলাইন কার্যক্রম শুরু করছি কারণ অনেক সময় অনেক অভিযোগ আসে,অনেকে সাহায্য চায় কিন্তু অনেক পরিসর ছোট হওয়ায় অনেক সময় অনেক কিছু করার থাকে না তাই আলাদাভাবে আমরা এর কার্যক্রম শুরু করেছি।
ছবিঘরের বর্তমান সভাপতি হাসিবুল হাসান ইমু জানান বছরে গড়ে তারা ১০০০ মেয়েকে আত্বরক্ষার কৌশল সেখানোর উদ্যোগ নিয়েছিলো।
ধর্ষণের বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে তারা দেওয়াল চিত্র অংকন ও মুখাভিনয় (স্ট্রিট শো) প্রদর্শন করছে সাভারের বিভিন্ন স্থানে।
গত ২৬ ডিসেম্বর সাভার থানা রোড সংলগ্ন ফিফটি এভ রেস্টুরেন্টে একটি অনুষ্টানের আয়োজন করা হয় ছবিঘরের পক্ষ থেক্র সেখানে তারা উদ্ভোদন করে তাদের অন লাইন প্ল্যাটফর্ম “নারীর আওয়াজ” এবং আয়োজন করে কারাতে সেইফটি ট্রেইনিং নিয়ে একটি বিশেষ শো।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তেতুঁলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর, “চ্যাম্পিয়নস কারাতে ডো” এর প্রতিষ্ঠাতা ইব্রাহিম ওয়াসি সহ অনেকে উপস্তিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাভার থানার অফিসার ইন চার্জ এ এফ এম সায়েদ,সাভার নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান নইম, সাভার প্রথম আলো বন্ধুসভার সভাপতি শানা জাহান শিদ্দিকা,সাভার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি কাদের তালুকদার,সাধারণ সম্পাদক স্মরণ সাহা ও কবি শামসুন নাহারসহ ছবিঘরের সকল সদস্যবৃন্দ।
প্রধান অতিথি ফখরুল আলম সমর তাদের সহায়তার প্রতিশ্রুতি দেন এং সকল অতিথিবৃন্দ তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানান।