নিউজ ডেস্ক থেকে,কবির আহমেদঃ ফ্রান্স ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি জানিয়েছেন ইউরোপে ২৫ শে ডিসেম্বর পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন প্রায় ৫ লক্ষ ৪০ হাজার ৬৪৭ জন মানুষ। আর এই পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় ২৫ মিলিয়নের উপরে অর্থাৎ প্রায় আড়াই কোটির উপরে মানুষ। ইউরোপে আক্রান্তের উপর মৃত্যুর শতকরা হার মাত্র ২,১৬% শতাংশ।
ইউরোপে আক্রান্তের দিক দিয়ে সবচেয়ে বেশী মানুষ আক্রান্ত হয়েছেন রাশিয়ায় ৩০ লাখের উপরে এবং মৃত্যুবরণ করেছেন ইতালিতে ৭১ হাজারের উপরে মানুষ। ইউরোপের প্রধান কয়েকটি দেশের করোনার মোট আক্রান্ত ও মৃত্যুর একটি পরিসংখ্যান নিম্নে উপস্থাপন করা হল। রাশিয়ায় এই পর্যন্ত করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছেন ৩০,২১,৯৬৪ জন এবং মৃত্যুবরণ করেছেন ৫৪,২২৬ জন। ফ্রান্সে এই পর্যন্ত আক্রান্ত সনাক্ত হয়েছেন ২৫,৪৭,৭৭১ জন এবং মৃত্যুবরণ করেছেন ৬২,৪২৭ জন। বৃটেনে এই পর্যন্ত করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছেন ২২,২১,৩১২ জন এবং মৃত্যুবরণ করেছেন ৭০,১৯৫ জন। স্পেনে এই পর্যন্ত আক্রান্ত সনাক্ত হয়েছেন ১৮,৬৯,৭৩৭ জন এবং মৃত্যুবরণ করেছেন ৪৯,৮২৪ জন। জার্মানিতে এই পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৬,৩২,৭৩৭ জন এবং মৃত্যুবরণ করেছেন ২৯,৯৬৮ জন। অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছেন ৩ লক্ষ ৪৯ হাজার ৫৫ জন এবং মৃত্যুবরণ করেছেন ৫ হাজার ৭৮৩ জন মানুষ। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যের বাল্টিমোর শহরের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ডাটা অনুসারে ২৫ ডিসেম্বর পর্যন্ত সমগ্র বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৮ কোটি ২ লক্ষ ৫৯ হাজার ২৪৫ জন এবং মৃত্যুবরণ করেছেন এই পর্যন্ত ১৭ লক্ষ ৫৮ হাজার ৭৫৯ জন। সমগ্র বিশ্বে এই পর্যন্ত করোনার থেকে আরোগ্য লাভ করেছেন ৫ কোটি ৬৫ লক্ষ ২১ হাজার ৯৫৫ জন। বিশ্বে করোনায় আক্রান্তের উপর মৃত্যুর শতকরা হার মাত্র ৩% শতাংশ। বাংলাদেশে করোনায় এই পর্যন্ত আক্রান্ত সনাক্ত হয়েছেন ৫ লক্ষ ৭ হাজার ২৬৫ জন এবং মৃত্যুবরণ করেছেন ৭ হাজার ৩৯৮ জন। করোনার থেকে এই পর্যন্ত আরোগ্য লাভ করেছেন ৪ লক্ষ ৪৮ হাজার ৮০৩ জন। বাংলাদেশের আক্রান্তের উপর ভিত্তি করে মৃত্যুর শতকরা হার মাত্র ১,৪৫% শতাংশ।
ইউরোপের অধিকাংশ দেশই সংক্রমণ বিস্তার রোধে নববর্ষের প্রাক্কালে লকডাউন সহ বিভিন্ন কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। বৃটেন সহ কয়েকটি ইউরোপীয় দেশের ইতিমধ্যেই করোনার ভ্যাকসিন বা টিকাদান শুরু হয়েছে। অস্ট্রিয়া ও জার্মানি সহ ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশেই ২৭ শে ডিসেম্বর রবিবার থেকে করোনার ভ্যাকসিন বা টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে।