বাংলাদেশে করোনায় আরো ১৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩১৮

corona

স্টাফ রিপোর্টার, ঢাকা: বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল সাত হাজার ৩২৯ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৩১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ তিন হাজার ৫০১ জনে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৪৫২টি। অ্যান্টিজেন টেস্টসহ ১৫ হাজার ১৪৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশে ৩১ লাখ ৬ হাজার ৪৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষায় মঙ্গলবার নতুন শনাক্ত হয়েছেন ১ হাজার ৩১৮ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ১৭ জনের মধ্যে ১১ জন পুরুষ ও নারী ৬ জন।

স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, নমুনা পরীক্ষা অনুযায়ী দিনে শনাক্তের হার ৮.৭০ শতাংশ এবং গড় শনাক্ত ১৬.২১ শতাংশ। এছাড়া শনাক্ত বিবেচনায় সুস্থ হয়েছেন ৮৭.৭৭ শতাংশ এবং মারা গেছেন ১.৪৬ শতাংশ।

ঢা. প্র/আরএন/২২.১২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »