স্পোর্টস রিপোর্টার: করোনা মহামারির ধাক্কায় থমকে যাওয়া ফুটবল আবার মাঠে গড়িয়েছে। ফেডারেশন কাপ দিয়ে শুরু হলো নতুন মৌসুমের ঘরোয়া ফুটবল। উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ৩-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জ এ এফ সি কে।
পুরো ম্যাচে একচেটিয়া খেলেই জয় তুলে নিয়ে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাচের ৪৩ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড রাউল অসকার প্রথম গোল করেন। বিরতির পর ৫১ মিনিটে নিশ্চিত গোলের সুযোগ নস্ট করেন ব্রাজিলিয়ান জোনাথন। তবে দু মিনিট পরই প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুলে বল পেয়ে লক্ষ্যভেদে ভুল হয়নি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন ডি সিলভার। ৬৫ মিনিটে রহমতগঞ্জের মিশরীয় ডিফেন্ডার ইসার আত্মঘাতি গোলে ব্যবধান ৩-০ হয় বসুন্ধরা। প্রথম ম্যাচে বসুন্ধরা কিংসের জন্য কোনো প্রতিবন্ধকতা তৈরি করতে পারেনি রহমতগঞ্জ।
স্পোর্টস/আরএন/২২.১২