স্টাফ রিপোর্টার: একাদশ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তির দিন ৩০ ডিসেম্বর দেশজুড়ে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। সোমবার দুপুরে গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। করবে। জেলা ও কেন্দ্রীয়ভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গোটা জাতি বর্তমান নির্বাচন কমিশনের পদত্যাগ চায়। অযোগ্য ও দূর্নীতিগ্রস্থ কমিশনের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না জেনেও পৌরসভা নির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। এটি বিএনপির একধরণের প্রতিবাদ বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ দেশের গণতন্ত্র খেয়ে ফেলে। তাই বিএনপির গণতন্ত্র নিয়ে তাদের কথা বলা মানায় না। দেশের বিশিষ্টজনরা নির্বাচন কমিশনের বিষয়ে চিঠি দেয়ার তাদেরকে বিএনপি বানিয়ে দিয়েছে সরকার। তারা কেউ বিএনপি করেন না।
অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন এর বিষয়ে দল নতুন কোন কথা বলেনি। এটা গণতান্ত্রিক প্রক্রিয়া। মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, গাড়ি ভাঙচুর অসংখ্য মামলা দেয়ার পর, তাকে নিয়ে দরদ দেখানো আওয়ামী লীগের মুখে মানায় না।
ঢা.প্র/আরএন/২১.১২