কবির আহমেদ, ভিয়েনা: বাংলা ভাষা, ইতিহাস ও ঐতিহ্যকে বিশ্বে ছড়িয়ে দেয়ার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করল অনলাইন গণমাধ্যম “EuroBanglaTimes”।
সোমবার (২১ ডিসেম্বর) ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এক অনুষ্ঠানে অস্ট্রিয়ার ভিয়েনা থেকে বাংলা গণমাধ্যমটি উদ্বোধন করা হয়। বাংলাদেশ মিডিয়া ক্লাব অস্ট্রিয়া ও লালমোহন মিডিয়া ক্লাব “EuroBanglaTimes” এর যৌথ প্রকাশক।
ভার্চুয়াল মাধ্যমের অনুষ্ঠানে অস্ট্রিয়া, যুক্তরাজ্য, স্পেন, গ্রীস ও বাংলাদেশ থেকে অতিথীরা যুক্ত হন। গণমাধ্যমটি অস্ট্রিয়া ও বাংলাদেশ থেকে পরিচালিত হবে।
বাংলাদেশ,অস্ট্রিয়াসহ বিশ্বজুড়ে বস্তুনিষ্ঠ সংবাদ বাংলাভাষী মানুষের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়েই “সংবাদ, সংযোগ ও সম্পর্ক” শ্লোগান নিয়ে অনলাইন এই গণমাধ্যমটি আত্মপ্রকাশ করল।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথীর বক্তব্যে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সাইফুল ইসলাম কবির বলেন, “EuroBanglaTimes” বাংলা ভাষাকে সবার কাছে পৌছে দেবে। সংবাদ প্রকাশে এমন ভূমিকা রাখতে হবে যেনো ভবিষ্যতে প্রবাসীদের সবচে পছন্দের গণমাধ্যম হয়ে ওঠে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুক্তরাজ্যের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাত কবির রিপন বলেন, রাজনৈতিক আদর্শে নয়, মানুষের কল্যাণ গণমাধ্যমের ভূমিকা পালন করবে এমনটাই প্রত্যাশা “EuroBanglaTimes” এর কাছে।
পরে “EuroBanglaTimes” এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ২৩ নাম্বার ডিস্ট্রিক্টের নব নির্বাচিত বাংলাদেশী বংশোদ্ভূত কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন (ÖVP) । এসময় তিনি বলেন, প্রবাসীরা এমন একটি গণমাধ্যম চায়, যেটি দেশের মানুষ ও মাটির কথা বলবে। তুলে ধরবে প্রবাসীদের সাফল্য ও পরিশ্রমের কথা।
স্যাটেলাইট চ্যানেল বাংলাভিশনের সিনিয়র সাংবাদিক ও উপস্থাপক রিশান নাসরুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন “EuroBanglaTimes” এর এডিটর ইন চীফ মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান। তিনি নতুন এই গণমাধ্যমটির যেনো সঠিক ভূমিকা পালন করতে পারে সে ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেন।
আন্তর্জাতিক ভার্চুয়াল জুম মিটিংয়ে আরও উপস্থিত ছিলেন স্পেন থেকে অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও “EuroBanglaTimes” এর উপদেষ্টা বকুল খান, গ্রীস থেকে বিডিনিউজ ইউরোপ এর সম্পাদক ও “EuroBanglaTimes” এর উপদেষ্টা জহিরুল ইসলাম, “EuroBanglaTimes” এর আইন উপদেষ্টা ব্যারিস্টার মাহমুদুর রহমান শাওন এবং বাংলাদেশ মিডিয়া ক্লাব ইন অষ্ট্রিয়ার প্রতিষ্ঠাতা সাংবাদিক ফারজানা রহমান লাভলী। এছাড়া “EuroBanglaTimes” এর ব্যবস্থাপনা সম্পাদক কবি ও প্রভাষক শাহাবুদ্দিন রিপন শান, নির্বাহী সম্পাদক মোঃ মাইদুল ইসলাম খান মামুন বক্তব্য দেন।
অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হয়।
এমআর/আরএন/২১.২০