লঞ্চ থেকে জাটকা ইলিশ আটক করল কোষ্টগার্ড

তজুমদ্দিন থেকে,নিজস্ব প্রতিনিধিঃ ভোলার তজুমদ্দিনে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে জাটকা ইলিশ আটক করেন। পরে আটক জাটকা ইলিশ শশীগঞ্জ স্লুইজঘাট এলাকায় এনে হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানায় ও গরীব অসহায় মানুষের মাঝে বিতরণ করেন। সুত্রে জানা যায়, ঝুড়িতে প্রচুর পরিমাণ জাটকা ইলিশ ঢাকায় চলান হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তজুমদ্দিন কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মোঃ আসাদের নেতৃত্বে কোস্টগার্ড সদস্যরা ঢাকা টু বেতুয়া নৌরুটে চলাচলকারী এমভি ফারহান-৫ লঞ্চে রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় অভিযান পরিচালনা করেন।      

এ সময় প্রায় ঢাকায় চালান করার জন্য প্রস্তুত তিনটি ঝুড়িতে পোয়া মাছের নিচে থাকা প্রায় ১ হাজার কেজি জাটকা ইলিশ আটক করে। পরে আটক মাছ রাত ৯ টায় শশীগঞ্জ স্লুইজঘাট এলাকায় এনে হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানায় ও গরীব অসহায় মানুষের মাঝে বিতরণ করেন।

EuroBanglaTimes

Translate »