ভাসানীর রাজনৈতিক ইতিহাস বিকৃতি বন্ধ করুন : এনডিবি

ঢাকা থেকে,নিজস্ব প্রতিনিধিঃ নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ভাসানীর রাজনৈতিক ইতিহাস বিকৃতি বন্ধ করুন। তা না হলে নিজেদের খনন করা গর্তে নিজেরাই হারিয়ে যাবেন। ‘মওলানা ভাসানীর রাজনৈতিক ইতিহাস’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। ১২ ডিসেম্বর বিকেল ৩ টায় হোটেল মুক্তি মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন ধারার প্রেসিডিয়াম মেম্বার সাবিত্রী দত্ত। বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার রবীন্দ্র চন্দ্র বাড়ৈ, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, ভাইস চেয়ারম্যান একরামুল হক গাজী, মহাসচিব নিপুন মিস্ত্রী প্রমুখ।  

এসময় নেতৃবৃন্দ বলেন, নতুন নতুন দল আর জোটের জন্য সরকারের বিভিন্ন বাহিনী নামাচ্ছে ছাত্রনেতা-যুবনেতা আর বুড়ো নেতাদেরকে। কিন্তু এরা রাজনীতিককে কলুষিত করছে।

EuroBanglaTimes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »