পঞ্চমবারের মতো শিরোপা জিতল মুম্বাই ইন্ডিয়ান্স

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পঞ্চমবারের মতো শিরোপা জিতল মুম্বাই ইন্ডিয়ান্স। মঙ্গলবার ১৩তম আইপিএলের ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে ৫ উইকেটে হারিয়েছে মুম্বাই। এর আগে তারা ২০১৩, ২০১৫, ২০১৭ ও ২০১৯ সালে শিরোপা জিতেছিল। অন্যদিকে, দিল্লি এবার প্রথমবারের মতো ফাইনাল খেলেছে।


এদিন দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে দিল্লির দেয়া ১৫৭ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ১৮.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় মুম্বাই।

দলের অধিনায়ক রোহিত শর্মা ৫১ বলে ৬৮ রান করেন। ১২ বলে ২০ করেন কুইন্টন ডি কক। ১৯ বলে ৩৩ করে অপরাজিত থাকেন ইশান কিষাণ। দিল্লির বোলারদের মধ্যে কাগিসো রাবাদা ১টি, নর্টজে ২টি ও মার্কাস স্টয়নিস ১টি করে উইকেট শিকার করেন।

ম্যাচটিতে দিল্লির দেয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকে মুম্বাই। দলীয় ৪৫ রানে তারা প্রথম উইকেট হারায়। উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ডি কক। দলীয় ৯০ রানে রান আউট হন সূর্যকুমার যাদব। ১৭তম ওভারে নর্টজের বলে ছক্কা হাঁকাতে গিয়ে ললিতের হাতে ধরা পড়েন রোহিত শর্মা। পরে কাইরন পোলার্ড নেমে ৪ বলে ৯ রান করে রাবাদার বলে বোল্ড হন। ম্যাচের স্কোর তখন লেভেল। এমন সময় রাহানের হাতে ধরা পড়েন হার্দিক পান্ডিয়া।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৬ রান সংগ্রহ করে দিল্লি ক্যাপিটালস। এদিন ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই ওপেনার মার্কাস স্টয়নিসকে হারায় দিল্লি। ট্রেন্ট বোল্টের করা ওভারের প্রথম বলেই উইকেটরক্ষকের হাতে ধরা পড়েন তিনি। এরপর তৃতীয় ওভারে এসে অজিঙ্কা রাহানেকেও উইকেটরক্ষকের হাতে ক্যাচ বানিয়ে ফেরান বোল্ট। চতুর্থ ওভারে শিখর ধাওয়ানকে বোল্ড করে প্যাভিলিয়নের পথ ধরান জয়ন্ত যাদব।

এরপর রিশাব পান্তকে সঙ্গে নিয়ে দলের ইনিংস গড়তে থাকেন অধিনায়ক শ্রেয়াস আয়ার। দুজনে ৯৬ রানের পার্টনারশিপ গড়েন। ১৭তম ওভারে পান্ত আউট হয়ে গেলে ভাঙে এই জুটি। পান্ত ফেরার আগে ৩৮ বলে ৫৬ রান করেন। পরের ব্যাটসম্যানরা সুবিধা করতে পারেননি। ইনিংস শেষে শ্রেয়াস আয়ার ৫০ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন।

মুম্বাই ইন্ডিয়ান্সের বোলারদের মধ্যে ট্রেন্ট বোল্ট ৩টি, জয়ন্ত যাদব ১টি ও নাথান কুল্টার-নাইল ২টি করে উইকেট শিকার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »