করোনাভাইরাসে আক্রান্ত জাতীয় দলের কোচ জেমি ডে

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশের জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে। বিষয়টি গণমাধ্যকে নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

তবে ৪১ বছর বয়সী এই কোচের শরীরে এখন পর্যন্ত কোন উপসর্গ নেই। হোটেলে আইসোলেশনে রয়েছেন তিনি। প্রধান কোচ করোনায় আক্রান্ত হওয়ায় রোববার (১৫ নভেম্বর) সকালের অনুশীলন পিছিয়ে বিকালে নেয়া হয়েছে।

বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান বলেছেন, ‘ডের করোনা ফল পজিটিভ এসেছে। এই কারণে সকালের অনুশীলন বাতিল হয়েছে। 

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার এখন ১৪ দিনের বাধ্যতামূলক আইসোলেশনে থাকতে হবে জেমিকে। তার বদলে মঙ্গলবারের ম্যাচটিতে দায়িত্ব পালন করবেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিনস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »