করোনা মোকাবিলায় বাংলাদেশসহ এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নকে আরও দ্রুত, বেগবান ও সহজ করতে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রায় ১১ দশমিক ২ বিলিয়ন ডলার আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দিয়েছে। এছাড়া উন্নয়ন অংশীদারদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে ৭ দশমিক ২ বিলিয়ন ডলারের কো-ফাইন্যান্সিং করেছে এডিবি। শুক্রবার (১৮সেপ্টেম্বর) বাংলাদেশেরঅন্যতমউন্নয়নসহযোগীএডিবি’রঢাকাঅফিসথেকেপাঠানোএকপ্রেসবিজ্ঞপ্তিতেএতথ্যজানানোহয়। বিজ্ঞপ্তিতেজানানোহয়, করোনারপ্রভাবথেকেরক্ষাপেতেএশিয়াওপ্রশান্তমহাসাগরেরউন্নয়নশীলঅর্থনীতিরসঙ্গেঅংশীদারহতেপ্রতিশ্রুতিবদ্ধএডিবি। এডিবি’রপ্রেসিডেন্টমাসাতাসুগুআসাকাওয়াএকবিবৃতিতেবলেন, ‘আমাদেরঅঞ্চলঅনিশ্চিতসময়েরমুখোমুখিহয়েছে।একটিটেকসই, স্থিতিশীলএবংঅন্তর্ভুক্তিমূলকউন্নয়নপুনরুদ্ধারেআমরাকাজকরছি।আমাদেরসদস্যদেরসঙ্গেকয়েকদশকধরেসহযোগিতানিয়েপারস্পরিকবিশ্বাসেরভিত্তিরউপরদাঁড়িয়েছি।’ এডিবিপ্রেসিডেন্টকোভিড–১৯মহামারিজনিতকারণেভার্চুয়ালএবংসংক্ষিপ্তআকারেঅনুষ্ঠিতএডিবি’রগভর্নরবোর্ডের৫৩তমবার্ষিকসভারদ্বিতীয়অংশেরব্যবসায়অধিবেশনউদ্বোধনঅনুষ্ঠানেবক্তব্যরাখছিলেন। অঞ্চলটিরউন্নয়নপুনরুদ্ধারেরদিকেএগিয়েযাওয়ারবিষয়েআসাকাওয়াবলেছেন, এডিবিএজন্যতাদেরসদস্যদেরসঙ্গেছয়টিমূলখাতেআরওসহযোগিতারহাতবাড়িয়েদেবে।